পাইকপাড়া মা সর্বমঙ্গলার মন্দিরে বগাপঞ্চমী উপলক্ষে আজ বিশেষ পুজো, পুজো দিতে ভীর শতাধিক ভক্তদের। আজ বৃহস্পতিবার বগাপঞ্চমী তিথি এই উপলক্ষে নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ ব্লকের পাইকপাড়া গ্রামের মা সর্বমঙ্গলা মন্দিরে আয়োজিত হলো মা সর্বমঙ্গলার বিশেষ পুজো। আজ বেলা ১২:৩০টা নাগাদ সেই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আজ সকাল থেকে চলছে মা সর্বমঙ্গলার বিশেষ পুজো, প্রত্যেক বছরই আজ বগাপঞ্চমীর দিনে মা সর্বমঙ্গলা বিশেষ পুজো আয়োজিত হয়।