Download Now Banner

This browser does not support the video element.

তপন: তপনে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বকনা বাছুর ও শুকর বিতরণ, উপকৃত উপভোক্তারা

Tapan, Dakshin Dinajpur | Aug 28, 2025
প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার তপন কিষান মান্ডিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ব্লকের ৬ জন বেনিফিশিয়ারিকে একটি করে মোট ৬টি বকনা বাছুর এবং ক্লাস্টার মোডে বালাপুর ও হোলিদানা—এই দুটি ক্লাস্টারের মোট ১০ জন বেনিফিশিয়ারিকে দুটি করে শুকর দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাবার ও ওষুধপত্র। বিতরণের আগে উপভোক্তাদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন ব্ল
Read More News
T & CPrivacy PolicyContact Us