গাঠিয়া চাবাগানে দুর্ঘটনায় মৃত তিনটি পরিবারের সাথে দেখা করে তাদের সহযোগিতা করলেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। তাদের সাথে ছিলেন সমাজসেবী আজাদ আনসারি ও সুরেশ ওরাও। এদিন একটি বাড়িতে দুইজন সুন্দর মাঝি ও মনিসা নাগাসিয়ার বাড়িতে যান সেখানে তাদের এক কুইন্টাল চাল, দশ কিলো ডাল ও পাচ কিলো আলু এবং পাচ কিলো তেল,সোয়াবিন, বিস্কুট দেওয়া হয়। তার আগে রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক এসে সেই মৃত পরিবারদের সাথে দেখা করেন।