অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৩ নম্বর আমশোল অঞ্চলের গোপীনাথপুর,শোলাগেরিয়া সহ একাধিক গ্রামে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী,এছাড়ও ছিলেন চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের আধিকারিকরা,প্রসঙ্গত লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।