লক্ষ্য নির্মল গ্রাম পঞ্চায়েত গঠন করা। সেজন্য আউশগ্রামের উক্তা পঞ্চায়েতের সদ্ভাব মন্ডপে বুধবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ একটি সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন আউশগ্রাম-১ ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, স্থানীয় উক্তা পঞ্চায়েতের প্রধান জটাই কুমার মাজি সহ অনান্যরা। আর সভায় "স্বচ্ছ ভারত মিশন" সম্বন্ধে স্থানীয় বাসিন্দাদের সামনে সতর্কতামূলক বার্তা তুলে ধরা হয়।