বুধবার বারবিশার সুভাষপল্লি ইউনিটের ৪৩তম বর্ষ দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এদিন নিয়ম-নিষ্ঠা সহকারে খুঁটিপুজো করা হয়। উল্লেখ্য, বারবিশা এলাকার দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম সুভাষপল্লি ইউনিটের পুজো। দর্শনার্থীদের জন্য প্রতি বছরই নতুন থিম নিয়ে আসে সুভাষপল্লি ইউনিট। এবছর সুভাষপল্লি ইউনিটের পুজোর থিম 'ফুলের মন্দিরে মা দুর্গা'। এছাড়াও থাকছে কুমোরটুলির প্রতিমা ও আলোকসজ্জা। সুভাষপল্লি ইউনিটের সদস্যরা জানান, খুঁটিপুজোর মধ্য দিয়ে ৪৩তম বর্ষ পুজোর সূচনা হল।