টাকা না থাকায় ভাড়ার বদলে টোটো চালককে চুরির রুপোর চেন দিয়ে বিপাকে রায়গঞ্জের এক যুবক। সন্ধ্যায় বাড়ি ফিরে টোটো চালক চেনটি কাকিমা আফরোজা খাতুনকে দেখাতেই গোটা ঘটনা জানাজানি হয়। বৃহস্পতিবার ফের ওই যুবককে এলাকায় ঘুরতে দেখে বালিজোল গ্রামের বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। চুরির ঘটনাটি ঘটে গত বুধবার ইটাহারের পাজোল গ্রামে। শুক্রবার পুলিশ ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করলে বিচারক তাদের ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।