কান্দি মহকুমা হাসপাতালে বেআইনি ভাবে যত্রতত্র ভাবে গজিয়ে উঠছে বেশ কিছু দোকান। এবার অভিযানে নামল কান্দি মহকুমা পুলিশ ।বুধবার সন্ধ্যায় হঠাৎই কান্দি মহকুমা হাসপাতালের মধ্যে পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেরদর, কান্দি থানার আইসি মৃণাল সিনহা, কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রাজেশ চন্দ্র সাহা। জানা গিয়েছে, কান্দি মহকুমা হাসপাতালের মধ্যে প্রবেশের আগে বেশ কিছু অবৈধভাবে দোকান গজিয়ে উঠেছে ।ফলে রোগী ও রোগীর আত্মী