ধর্মনগরে ভয়ঙ্কর ঘটনা, সাব-জেল ভেঙে পালাল ৬ কুখ্যাত কয়েদি।ত্রিপুরার ধর্মনগর সাব-জেলে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। শনিবার সকালে আচমকা এক জেল কর্মীর উপর অতর্কিত হামলা চালিয়ে ৬ জন কুখ্যাত কয়েদি পালিয়ে যায়। এই ঘটনায় শুধু জেল প্রশাসন নয়, সমগ্র ধর্মনগর শহরজুড়ে নেমে এসেছে আতঙ্ক ও চাঞ্চল্য। প্রাথমিক তথ্যে জানা গেছে, এদিন ভোরে নিয়মিত দায়িত্ব পালনের সময় কয়েদিরা হঠাৎই এক জেল কর্মীর উপর আক্রমণ করে। ধারালো বস্তু দিয়ে আঘাত করে ত