পৃথক তিনটি জায়গায় সাপে কামড়ে তিন জনের মৃত্যু। তিনটি মৃতদেহেরই ময়না তদন্ত সম্পন্ন হল আজ শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ কালনা মহকুমা হসপিটালে। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত দুপসা এলাকায় গরু খুঁজতে গিয়ে সাপে কামড়ে দেয় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে গতকাল তিনি কালনা হসপিটালে এসে ভর্তি হন এরপর শনিবার গভীর রাতে কানলা হসপিটালে তার মৃত্যু হয়। অন্যদিকে হুগলির জিতারপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় এক মহিলা মৃত ওই মহিলার নাম বাদল আহিরী।