তেহট্ট দুই নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের ছোট নলদহ গ্রামে ছোট নলদহ উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করা হলো তেহট্ট ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে। সোমবার এই শিবিরে পরিদর্শন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তেহট্ট দুই ব্লকের বিডিও ধ্রুবাঙ্কুর ঠাকুর, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশীষ বিশ্বাস। এদিন শিবির ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। সোমবার আনুমানিক দুপুর ২:৩০ নাগাদ সেই ছবি উঠে এল