বুলবুলচন্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ মন্দিরের পক্ষ থেকে নগর কীর্তন এর আয়োজন, দেখা যায় শুক্রবার সন্ধ্যা বেলা শুরু হয় বুলবুলচন্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ মন্দিরের নগর কীর্তন বুলবুল চন্ডি এলাকায় নগর কীর্তন পরিক্রমা করেন এই নগর কীর্তনে বহু ভক্তরা শামিল হন বলে জানা গেছে