দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকার আমরুল বাড়ির বাসিন্দা নুরজাহান বিবি (৬০) দুর্ঘটনায় প্রাণ হারালেন। জানা গেছে, বৃহস্পতিবার চিকিৎসার জন্য বালুরঘাটে এসেছিলেন তিনি। ট্রান্সমোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুর দু’টো নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট পুলিশ মর্গে।