This browser does not support the video element.
হেমতাবাদ: ৫৫৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও মদ নষ্ট করল পুলিস
Hemtabad, Uttar Dinajpur | Aug 28, 2025
বিভিন্ন সময় হেমতাবাদ থানা এলাকা থেকে উদ্ধার হওয়া নিশিদ্ধ কাফ সিরাপ ও মদ নষ্ট করল হেমতাবাদ থানার পুলিস। বৃহস্পতিবার দুপুরে ৫৫৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৪ বোতল মদ মাটিতে পুতে নষ্ট করাহয়। হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল, হেমতাবাদ থানার আই সি উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।