চাকরি হারা এক শিক্ষক আদালতের নির্দেশে ফের SSC পরীক্ষা দিলো আসানসোলের বিধানচন্দ্র কলেজে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও আজ দুপুর ১২টা থেকে শুরু হয় SSC পরীক্ষা। সে দৃশ্য দেখা মিললো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিধান চন্দ্র কলেজে। বিধান চন্দ্র কলেজে পরীক্ষায় ঢুকার সময় দেখা মিললো রানীগঞ্জ উর্দু মিডিয়াম হাই স্কুলের শিক্ষক মহম্মদ কামাল আখতার এবারও এসএসসি পরীক্ষা দিচ্ছে। তবে জানিয়ে দেওয়া হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আবার পরীক্