সোমবার সকাল থেকে পূর্ববর্ধমানের মন্তেশ্বরব্লকের মন্তেশ্বর পঞ্চায়েতের ৯টি বুথ ভিত্তিক ক্যাম্পে শুরু হল, " আমাদের পাড়া, আমাদের সমাধান" এবং ওর সাথে সাথে ৩৭টি প্রকল্প নিয়ে "দুয়ারে সরকার" শুরু হলো, মন্তেশ্বর সাগর বালা হাই স্কুল, মন্তেশ্বর মাইচপাড়ায় শ্রী শ্রী মাচামুণ্ডা ঠাকুরের প্রাঙ্গণে, এবং মন্তেশ্বর ব্লকের লোহার এফপি প্রাইমারি স্কুলে।