ঈদে মিলাদুন্নবী প্রস্তুতি সহ জুলুসের কথা তুলে ধরে আজ শনিবার হাইলাকান্দিতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর। তিনি বলেন, এ নিয়ে জেলা ঈদে মিলাদুন্নবী ও জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে এ প্রস্তুতি জোরদার করা হয়েছে । এতে সরকারি নিয়ম মেনে তাহা পরিচালনা করা হবে বলে ও জানান তিনি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।