নবদ্বীপ শহরের অন্যতম বড়বাজার,শহরের বেশিভাগ মানুষ বাজার করেন নবদ্বীপের বড় বাজারে,বিশেষ করে উৎসবের দিনগুলিতে,নবদ্বীপের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চলের মানুষ বাজার করতে ছুটে আসেন বড় বাজারে,অপরদিকে পটের লক্ষ্মী থেকে প্রতিমা,আপেল থেকে নারকেল সহ বেশকিছু ফলের দাম অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি হওয়ায় সমস্যায় পড়তে হয় লক্ষ্মী পুজোর বাজার করতে আসা বহু সাধারণ মানুষকে।