অনলাইন খাবার ডেলিভারি করা যুবকেরা সোমবার থেকে কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ, সংস্থার তরফ থেকে দীর্ঘদিন ধরে তাঁদের পে-আউট পেমেন্ট দেওয়া হচ্ছে না। একাধিকবার জানানো সত্ত্বেও সমস্যার কোনো সমাধান হয়নি।ডেলিভারি এজেন্টদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা কাজ করার পরও সময়মতো পে-আউট পেমেন্ট না পাওয়ায় তাঁদের সংসার চালাতে বিপাকে পড়তে হচ্ছে।