ভুল চিকিৎসায় মৃত্যুর মুখে রোগী অভিযোগ উঠলো ওন্দা একটি বেসরকারি নার্সিং হোম।তালডাঙ্গরা ব্লকের বছর 55 এক ব্যাক্তি নারায়ণ দাস পা ভাঙ্গা নিয়ে রতনপুর একটি বেসরকারি নার্সিং হোম ভর্তি হয়েছিল। অপারেশন আগে ওই ব্যক্তির যাবতীয় দরকারি সমস্ত রকম শারীরিক পরীক্ষা করা হয় এরপর তাঁর সুগার ধরা পড়ে এরপরেই শুরু হয় ভুল চিকিৎসায় এমনটাই অভিযোগ রোগীর পরিবারের।