Canning 1, South Twenty Four Parganas | Sep 4, 2025
পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম জয়জ্যোতি নস্কর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ক্যানিংয়ের নিকারিঘাটা এলাকায়। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।