গাজোল লায়ন্স ক্লাবের উদ্যোগে পাঁচ টাকায় সাম্মানিক দুপুরের আহারের ব্যবস্থা ডিম ভাত আয়োজন করা হয়েছে গাজোলের বাস- স্টান 512 নং জাতীয় সংলগ্ন সড়ক এলাকায়। প্রতিবছরের ন্যায় এ বছরেও লায়ন্স ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার বেলা 2 টা নাগাদ দেখা গিয়েছে পথ চলতি মানুষদের মধ্যে এই পাঁচ টাকার সম্মানিক ডিম ভাত বিতরণ করা হচ্ছে। সাধারণ মানুষ পাঁচ টাকায় সাম্মানিক এই ডিম ভাত খেয়ে অনেকটাই উপকৃত ও সাধুবাদ জানিয়েছেন। ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে লায