পুরো রাজ্য জুড়ে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির বুথ ভেরিফিকেশন এর কাজ তাই আজ বিকেলে গাড়াফুসড় অঞ্চলের রুদ্রা এবং ডিমডিহা অঞ্চলের ভুল, সতর, কুকুরগড়িয়া সহ বিভিন্ন বুথে বুথ ভেরিফিকেশন এর কাজ হল। উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি সহ বিজেপির মণ্ডল সভাপতি বিশাল দুবে,রথীন্দ্র নাথ মাহাত ,তড়িৎ মাহাতো সহ ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা।