শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে যতনবাড়ী বিদ্যুৎ দপ্তরে ৫দফা দাবীতে বামেদের ডেপুটেশান। ৪২ অমরপুর বিধানসভা, করবুক মহকুমায় ৫ দফা দাবিতে যতন বাড়ি বিদ্যুৎ অফিসে ডেপুটেশন প্রদান, মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন—সিপিআই(এম) গোমতী জেলা সম্পাদক কমরেড পরিমল দেবনাথ, সিপিআই(এম) অমরপুর মহকুমা সম্পাদক সহ অন্যান্য।