জীবিত মানুষের প্রভিডেন্ট ফান্ডের টাকা লুঠের তদন্তে শনিবার দলমোড় চা বাগানে গেল আদিবাসী বিকাশ পরিষদ। ওই চা বাগানের বিক্রম গোয়ালা নামে একজন জীবিত শ্রমিকের পাঁচ লক্ষেরও বেশি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়া হয়েছে। এজন্য বিক্রমের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। এদিন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার নেতারা জলপাইগুড়ি জেলার ধরনীপুর চা বাগান এবং আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দলমোড় চা বাগান পরিদর্শন