জানাজায় কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে কৃষ্ণনগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ড্রেন ছাপিয়ে জমা জল ঢুকে পড়ে সাধারণ মানুষের বাড়িতে। রাস্তা দিয়ে চলাফেরা করা ছাড়াও দৈনন্দিন জীবনে সমস্যা সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। সমস্যার কথা তুলে ধরেন কাউন্সিলর এর কাছে। এরপরই আজ কাউন্সিলর নিজেই এলাকার ড্রেনগুলি পরিষ্কার করার কাজে হাত লাগান। ড্রেনগুলিতে জমে থাকা ময়লা সরিয়ে দেওয়ার ফলে এলাকার জমা জল অঞ্জনা নদীতে নামতে শুরু করে।