Barasat 1, North Twenty Four Parganas | Sep 27, 2025
মাতৃ সাধক শঙ্খ চ্যাটার্জির হাত ধরে শুভ উদ্বোধন হয়ে গেল বারাসাতের ঐক্য ধাম এর দুর্গাপুজো বারাসাতের অন্যতম জনপ্রিয় ঐক্য ধাম দূর্গা পূজা কমিটির এ বছরে পা দিল 30 বছরে। এই পুজো উদ্যোক্তারা বারবারই দেখিয়ে দিয়েছে আধুনিকতার চেয়ে সাবেকিআনাতেই রয়েছে আসল মজা। তাই এবারের প্রতিমার সেই প্রাচীন ঐতিহ্যের ধারা বজায় রেখে সকলের মন কেড়েছে। পাশাপাশি পূজা কমিটির বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে সব বয়সের মানুষের সক্রিয় অংশগ্রহণ । পাশাপাশি মহিলা থেকে পুরুষ এমনকি বাচ্চাদের