মুর্শিদাবাদ জেলার ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার আরোও এক। এই খুনের ঘটনায় মোট গ্রেপ্তার ৫ জনকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ। শুক্রবার ধৃত শ্রীকান্ত ঘোষকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, ভরতপুর থানার কুয়ে নদীর বাঁধের উপরে গত ২৩ তারিখে নিশংসভাবে খুন করা হয় সেহালাই গ্রামের তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে।