আজ 23শে আগস্ট শনিবার আনুমানিক বেলার দিকে।মুরারই২ নম্বর ব্লকের অন্তগত পাইকর১ অঞ্চল এ সভাকক্ষে জনস্বাস্থ্য নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পাইকর 1 অঞ্চলের প্রধান আনজুরা বিবি ও পাইকর ১ অঞ্চলের সমস্ত এন এম, আশা কর্মী ও আইসিডিএস কর্মীরা।এদিনের বৈঠকে জনস্বাস্থ্য বিধি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।এদিন শনিবার বেলার দিকে সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়।