কাঞ্চনপুরে নাবালিকা জোর ধর্ষণ কান্ডে দুই যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন উত্তর জেলার পকসো বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা। সাজাপ্রাপ্ত অপরাধীরা হল নির্মল শুক্লবৈদ্য ও মশেন্দ্র শুক্লবৈদ্য তাদের উভয়ের বাড়ি কাঞ্চনপুর থানাধিন নেতাজী কলোনি এলাকায়। এই ঘটনার বিষয়ে বিশেষ আদালতের সরকারী আইনজীবী সুদর্শন শর্মা জানিয়েছেন