সোমবার দুপুরে তেহট্ট দত্ত পাড়ার পাড়ার একজনের টাকা চুরি করেছে এই অপবাদে এক ব্যক্তি ,তেহট্ট দত্তপাড়া নাবালক বিট্টু হালদার বযস ১১, সাইকেল আটকে রেখে দুশো টাকা দিয়ে সাইকেল নিয়ে যেতে বলে,এর পরে ঐ নাবালক বাড়িতে এসে সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিটের সময় গলায় দড়ি দেয়, পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে তেহট্ট মহকুমা হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসক বিট্টু হালদার কে মৃত বলে ঘোষণা করে। মৃত বিট্টু হালদারের মৃতদেহ রাখা হয় হসপিটালের মর্গে