যেই দুর্নীতি করবে সেই জেলে যাবে, জীবনকৃষ্ণ সাহা এর আগেও জেলে গেছে এ আবার নতুন কি, পুরো তৃণমূল দলটাই দুর্নীতিতে ভর্তি আগামী বিধানসভা নির্বাচনে এই দলের বিসর্জন হবার পর বাংলার বুকে নূতন সূর্যের উদয় হবে আর তারপর সব দুর্নীতি থেকে মুক্ত হবে এই বাংলা । বোন আর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষফোড়ক বহরমপুরের বিজেপি নেতা।