Mathurapur 2, South Twenty Four Parganas | Aug 26, 2025
প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও কাশীনগর বাবু গার্ডেনে গণেশ পূজার আয়োজন করা হয় এবছর নিয়ে ১৪ বছরে পদার্পণ করল এই গণেশ পূজা। এই গণেশ পূজার শুভ উদ্বোধন হয় আজ এই গনেশ পূজার শুভ উদ্বোধন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন এলাকার বৃদ্ধ বনিতা থেকে আপামর জনসাধারণ। পাশাপাশি এই গনেশ পূজা উপলক্ষে যে সমস্ত দর্শকরা আসছেন তাদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। সাধার