হাতে মাত্র আর কয়েকটা দিন, কলকাতার দিকে চোখ রাখলেই সেই অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে। দেশ বিদেশের বহু মানুষ এই সময়ে শহর কলকাতায় আসেন বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের টানে। আসন্ন দুর্গাপুজোয় শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার উদ্যোগী হল কলকাতা পুলিশ। নিরাপত্তার সাথে সাথে নানা প্রশাসনিক ও আইনি নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রকে নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগামী ১০ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে এক বৈঠকের আয়োজন করেছেন।