আধুনিক যুগে প্রাসঙ্গিকতা হয়তো কমতে পারে, তবে আজও গুরুত্ব হারিয়ে যায়নি ভাঁজো বা ভাজুই উৎসব। এখনও পর্যন্ত গ্রামগঞ্জে ভাদ্র মাসে কান পাতলেই শোনা যায় ভাজুই গানের সুর। ভাজুই আসলে একটি ব্রত। কোথাও কোথাও ব্রতটি ভাঁজো নামেও পরিচিত। প্রচলিত কথা অনুযায়ী, শস্যবীজের মান পরীক্ষার জন্য এক সময়ে গ্রামবাংলায় এই দ্রুত করা হতো। এখন সব জিনিসের পাশাপাশি কৃষিক্ষেত্রে বহু প্রযুক্তির বদল এসেছে। প্রযুক্তির বাড়বাড়ন্তে এখন আর শস্যবীজের মান পরীক্ষা খুব একটা কঠিন কাজ না।