রামপুরহাট পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর রশিদা খাতুনের উদ্যোগে এক দিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রামপুরহাট এসডিএসএ গান্ধী পার্ক ময়দানে। রবিবার দুপুরে টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন পৌরপোতি সৌমেন ভকত,টুর্নামেন্ট টি ঘিরে খেলোয়াড় এবং দর্শক দের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো।খেলায় জয়ী হয় গোল্ডেন ঈগল টিম এবং বিজিত হয় DK সুপার কিংস।