রামনবমী উপলক্ষে খানাকুলের মহিষগোট এলাকায় রাম পূজার অনুষ্ঠান আয়োজিত হল। এদিন এই রাম পূজাকে কেন্দ্র করে খানাকুল সহ পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষকে পূজা দিতে খানাকুলের মহিষগোট এলাকায় ভিড় জমাতে দেখা যায় বলে জানা গেছে। এই রাম পূজা খানাকুলের মহিষগোট এলাকায় ৬বৎসর যাবৎ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানা গেছে।