দীর্ঘ ৩ বছর ধরে বেহাল আইসিডিএস কেন্দ্র, ভেঙে গিয়েছে বাড়ির এ্যাসভেস্টারের ছাউনি। বাড়ির মধ্যে প্রবেশ করে বৃষ্টির জল ও সূর্যের আলো, এক কথায় ভাঙাচোরা খোলা আকাশের মধ্যেই হচ্ছে ছোট্ট খুদে দের পড়াশোনা থেকে রান্নাবান্না। এলাকাবাসী থেকে স্কুল শিক্ষিকার অভিযোগ একাধিকবার ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হলেও মিলেছে শুধু আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি।