ভারতীয় জনতা মহিলা মোর্চা এবং খোয়াই মন্ডলের উদ্যোগে স্ব সহায়ক দলের কর্মীদের নিয়ে আয়োজিত হয় আলোচনা সভা এদিন বিকেল চারটা নাগাদ খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত হয় এই আলোচনা সভাটি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, কয় জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস।