আজ ১২ ই অক্টোবর রবিবার আনুমানিক বিকাল ৪ টে নাগাদ বীরভূমের ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে বীরভূম জেলা ও ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মেলন। দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলার তৃণমূলের নেতাকর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বোলপুর সাংসদ অসিত কুমার মাল, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপ