বন্ধুর জন্মদিনে এসে নৌকা বিহার করার সময় পুকুরে নৌকা ডুবি।জলে নিখোঁজ শিক্ষক সহ এক ছাত্র।অভিযোগ মদ্যপ অবস্থায় ছিল কয়েকজন।ঘটনা স্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। কাটোয়ার 1নম্বর ব্লকের বনদীঘি পাড়ের আজ দুফুরের ঘটনা। নিখোঁজ রা শিক্ষক সুমন্ত ঘোষাল বাড়ী কাটোয়ার মুস্থূল গ্রামে ও ছাত্র নিমল রায়,বাড়ি নদীয়ার মায়াপুরে। জানা গেছে শিক্ষক সুমন্ত ঘোষাল একটি কোচিং সেন্টার চালাত।এই সেন্টারের এক ছাত্রর আজ জন্মদিন উপলক্ষে কাটোয়ার বনদীঘির পুকুর পাড়ে পিকনিক চলছিল।