দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুক্তভোগী ছিল উত্তর রামপুর এলাকার বাসিন্দারা। গ্রামবাসীর দাবি মত পানীয় জলের সমস্যা সমাধানের কাজের শিল্যানাস করলো মালদা জেলা পরিষদ। প্রায় ৮ লক্ষ টাকা বরাদ্দ অর্থে সোলার সাবমার্সিবল পাম্পের কাজের ফিতে কেটে শিল্যানাস করলেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। গ্রামবাসীদের সাথে নিয়ে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার বার্তা রাখেন। দামি মত কাজ করতে পেরে গ্রামবাসীদের মিষ্টি মুখ করালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।