ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত টি এস ই সি এল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ীজ সংঘ অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জী খাট্টার এর নিকট দক্ষিণ জেলার শাসক এর মাধ্যমে আট দফা দাবি প্রেরণ করা হয় । শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের হাতে দাবী সনদটি তুলে দেন সংগঠনের কার্যকর্তারা। যার মধ্যে উল্লেখযোগ্য হল পুনরায় কর্মীদের পেনশন স্কিম চালু করা, এক জাতি এক গ্রীড এবং এক পরিষেবা চালু করা,