ধর্মনগরে ৬৪তম শিক্ষক দিবস উদযাপন ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি ভবতোষ দাস, কদমতলা ও কলাছড়া ব্লকের চেয়ারম্যান, জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা ও অন্যান্য অতিথিবৃন্দ। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।