Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 9, 2025
মথরাপুর ২ নম্বর ব্লক অফিসে আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ পূর্ত দফতরের পক্ষ থেকে রোড সেফটি নিয়ে এক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মথরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ও জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ সাহানা শেখ মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভুষণ ভান্ডারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।