সারা জেলা জুড়ে অবিরাম বৃষ্টিপাতের কারণে সমস্যায় পড়ছেন মানুষ জন। গতকাল ওন্দা আগরদা গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। প্রাণে রক্ষা পায় 7 টি পরিবারের কমপক্ষে 25 জন সদস্য।এই মুহূর্তে তারা স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেই। আজ সেই গ্রামে ওই গৃহহীন পরিবারের সদস্যদের সাথে সরেজমিনে গিয়ে কথা বলেন ওন্দা বিধানসভায় বিজেপির বিধায়ক অমরনাথ শাখা।এবং তিনি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।