হরিহরপাড়ায় "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলে অনুষ্ঠিত হল "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচি। এদিন সাধারণ মানুষের নানা সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি শোনেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জেলার রহমান। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ধরমপুর অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।