মেদিনীপুর স্টেশনে ইতি উতি ঘোরাফেরা করছিল বছর আটের এক বধির ও বোবা নাবালক! মঙ্গলবার আরপিএফ তাকে দেখতে পেয়ে সন্দেহ হয়। তাকে উদ্ধার করে আরপিএফ এর খড়গপুর এলাকার শীর্ষ করতো মারফত খড়গপুর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই নাবালকের কাছে কিছুটা টাকাও উদ্ধার হয়েছে।