শুক্রবার দুপুর আনুমানিক তিনটা 15 মিনিট নাগাদ মুঃকামি থানাধীন পূর্ব চাকমাঘাট এলাকার বাসিন্দা জাকির হোসেন তাঁর স্ত্রী নুরজাহান বেগমকে পারিবারিক কলহের জেরে দা দিয়ে গুরুতরভাবে আহত করে। আহত নুরজাহান বেগমকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিতে প্রেরণ করে দেয়। মুঃকামি থানার পুলিশ জাকির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।