কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ খোলার প্রতিবাদে মনিষীদের ছবি হাতে নিয়ে আউশগ্রামের বিল্বগ্রামে মিছিলে হাঁটলেন তৃণমূলের নেতাকর্মীরা। মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই কর্মসূচিতে হাজির ছিলেন আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, ব্লক তৃণমূল নেতা সান্তা প্রসাদ রায়চৌধুরী, প্রশান্ত গোস্বামী সহ অনান্যরা। ভারতীয় সেনাবাহিনীকে অপব্যবহার করে বিজেপি বিরুদ্ধে নিজেদের স্বার্থ চরিতার্থ করার অভিযোগ তুলে এদিন সরব হন তৃণমূল নেতারা।